অনলাইন ডেস্ক – সৌদি আরবের মক্কা-মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গতকাল সোমবার এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কয়েকটি অঞ্চলকে প্রভাবিত করেছে। মদিনার বদর প্রদেশের আল শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল-বাসাতিনে।
সেখানে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মদিনায় বেশ কিছু এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। মসজিদে নববীর নিকটবর্তী মসজিদে হারাম এলাকায় ৩৬ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বদরের আল মসজিদ এবং কুবা মসজিদসহ অন্যান্য এলাকায় যথাক্রমে ৩৩ দশমিক ৬ মিলিটার এবং ২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, মক্কা, মদিনা, কাসিম, তাবুক, উত্তর সীমান্ত এবং আল জউফ অঞ্চলে ৭ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) জনসাধারণকে তাদের সুরক্ষার জন্য কর্তৃপক্ষের জারি করা সতর্কতা অনুসরণ করার এবং আবহাওয়ার তথ্যের আপডেট থাকার পরামর্শ দিয়েছে।
এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাহতানি জেদ্দা এবং অন্যান্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন।