স্পোর্টস ডেস্ক : পুরুষ থেকে নারী হওয়ার পর সম্প্রতি খবরে এসেছিলেন সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন করেছেন নারী দলের হয়ে ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অনয়া। সেখানে বলেছেন, রূপান্তরিত নারী ক্রীড়াবিদ হিসেবে আমার যে যাত্রা, তার একটি বিজ্ঞানভিত্তিক রিপোর্ট প্রথম বার সকলের সামনে প্রকাশ করছি। গত কয়েক বছরে হরমোনের চিকিৎসার পর পরিকল্পিতভাবে শারীরিক পরিবর্তন হয়েছে আমার। এই রিপোর্টে আমার রূপান্তরের বাস্তব প্রভাব দেখানো হয়েছে। কারও মতামত বা অনুমান নয়, স্রেফ তথ্য রয়েছে।
তিনি আরও বলেছেন, সম্পূর্ণ স্বচ্ছতা এবং আশা নিয়ে এই রিপোর্ট আমি বিসিসিআই এবং আইসিসির কাছে পাঠাব। তথ্যের ভিত্তিতে ওনাদের সঙ্গে কথাবার্তা বলতে চাই। নিজের জন্য জায়গা করে নিতে চাই।
কিছু দিন আগে রূপান্তরিত হওয়ার ভিডিও সমাজমাধ্যমে দিয়েছিলেন অনয়া। জানিয়েছিলেন, ম্যাঞ্চেস্টার মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ে এক বছর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি) করিয়েছেন। তার শরীরের পেশির শক্তি, সহনশীলতা, গ্লুকোজ এবং অক্সিজেনের মাত্রা সাধারণ কোনও নারী ক্রীড়াবিদদের মতোই।
এদিন ভিডিও বার্তায় অনয়া লিখেছেন, বিজ্ঞান বলছে যে আমি নারী ক্রিকেট দলে খেলার যোগ্য। প্রশ্ন হল, সত্যটা শোনার জন্য গোটা বিশ্ব কি তৈরি?