1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

বেঙ্গালুরু কাণ্ডের জন্য আরসিবিই দায়ী, বলছে কর্নাটক সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩ বার পঠিত হয়েছে
বেঙ্গালুরু কাণ্ডের জন্য আরসিবিই দায়ী, বলছে কর্নাটক সরকার

স্পোর্টস ডেস্ক : গত মাসে বেঙ্গালুরুতে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শিরোপা উদযাপনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনের জন্য দায়ী করা হয়েছে দলটির ব্যবস্থাপনাকে। কর্নাটক রাজ্য সরকার বৃহস্পতিবার প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

৪ জুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পাশে উদযাপন চলাকালে পদদলনের ঘটনায় প্রাণ হারান ১১ জন। আহত হন ৫০ জনেরও বেশি। সেই দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন বিরাট কোহলি ও আরসিবি দলের প্রথম আইপিএল জয় উদযাপন করতে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আরসিবি, তাদের ইভেন্ট পার্টনার এবং রাজ্য ক্রিকেট সংস্থার ‘অব্যবস্থাপনা’র কারণেই ঘটেছে এই বিপর্যয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘আয়োজকেরা অনুষ্ঠান আয়োজনের জন্য যথাযথভাবে কোনো লিখিত আবেদন জমা দেননি, কিংবা প্রয়োজনীয় বিস্তারিত তথ্যও সরবরাহ করেননি। ফলে এই অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়নি।’

তবুও পুলিশ অনুমতি না দেওয়ার পরও আরসিবি তাদের বিজয় শোভাযাত্রা চালিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর আরসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পদদলনের ঘটনার পর পুলিশ চারজনকে আটক করেছে। তাদের মধ্যে একজন আরসিবির একজন শীর্ষ কর্মকর্তা, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ডিএনএর প্রতিনিধি এবং কর্নাটক ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা রয়েছেন।

ফাইনালে পাঞ্জাব কিংসকে হারানোর পরদিন ট্রফি নিয়ে স্টেডিয়ামের পাশে বিজয় শোভাযাত্রায় অংশ নিচ্ছিলেন কোহলিরা। তখনই ঘটে এই দুর্ঘটনা। প্রাণ হারানো ব্যক্তিদের বয়স ছিল ১৪ থেকে ২৯ বছরের মধ্যে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।’ দলের অন্যতম সেরা পারফরমার বিরাট কোহলি বলেন, ‘এই ঘটনার পর আমার কিছু বলার ভাষা নেই।’ ভারতের কোচ গৌতম গম্ভীর বলেন, ‘আমি কখনোই রোড শো বা শোভাযাত্রার পক্ষে ছিলাম না। যদি যথাযথ প্রস্তুতি না থাকে, তাহলে এমন বিশাল জনসমাগমের অনুমতি দেওয়াই উচিত হয়নি।’

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews