অনলাইন ডেস্ক – তিন দিনের আল্টিমেটামেও সমাধান না হওয়ায় লিগ বয়কটের ঘোষণা দিয়েছে ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পর এমন ঘোষণা দেন ঢাকা ভিত্তিক ক্রিকেট ক্লাবের সংগঠকরা।
শনিবার (১৮ জানুয়ারি)বিকেলে বিসিবি কার্যালয়ে ফারুকের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু ও লুতফর রহমান বাদল।
বয়কটের ঘোষণা দিয়ে বাদল বলেন, “এটা স্পষ্ট, দাবি না মানা পর্যন্ত আমরা খেলব না। খেলা থেকে বিরত থাকবো। আমরা খেলার পক্ষে, আমাদের বিরুদ্ধে যে ষড়ন্ত্রমূলক কার্যক্রম চলছে, এগুলো বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই, এবং ভবিষ্যতেও থাকবো না।”
বিসিবি প্রেসিডেন্ট ফারুক ক্রীড়া সংগঠকদের এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। এই ব্যাপারে বাদল বলেন, “উনি আমাদের আশ্বস্ত করেছেন খুব শিগগিরই বোর্ড মিটিং দেবেন। দু’এক দিনের মধ্যে। বোর্ড মিটিং দেয়ার পরে; উনাকে পজিশনগুলো আমরা বলেছি, সংশোধনী কমিটি বাতিলের অনুরোধ করেছি, কমিটির আহ্বায়কের পদত্যাগ দাবি করেছি, আমার ধারণা উনি সুষ্ঠভাবে সমাধান করবেন। আমরা তাকিয়ে আছি।”