অনলাইন ডেস্ক – ব্যাপক ধর্মীয় উদ্দীপনায় শুক্রবার বাদ ফজর দিল্লির নিজামুদ্দিন মারকাযের মাওলানা আব্দুস সাত্তারের গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন। অনুকূল পরিবেশে স্বাচ্ছন্দ্যে শীর্ষ মুরুব্বিদের বয়ান শুনছেন আগত মুসল্লিরা।
টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে শুক্রবার অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম জুমার নামাজ। ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ এই বৃহত্তম জুমার জামাতে শরিক হন।
সকাল থেকেই সর্বস্তরের মুসলমানরা জুমার জামাতে শামিল হওয়ার জন্য টুপি, পাঞ্জাবি পরে জায়নামাজ হাতে ইজতেমা মাঠের দিকে ছুটতে দেখা গেছে। দেশ বিদেশের লাখো মুসল্লির সঙ্গে একই জামাতে শরিক হয়ে নামাজ আদায় করার মাধ্যমে বেশি সওয়াব হাসিলের উদ্দেশ্যে সবার মধ্যে দেখা গেছে ব্যাকুলতা।
জুমার জামাতের ইমামতি করেন মাওলানা সাদ আহমদ কান্ধলবির ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দুপুর দেড়টায় তিনি খুতবা শুরু করেন এবং ১টা ৫৪ মিনিটে জুমার নামাজ শেষ করেন।
রোববার দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা এবারের ইজতেমার ৫৮তম আসর।