1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে
Oplus_131072

অনলাইন ডেস্ক – ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। দ্বিতীয় ধাপে ঢাকার একাংশসহ ২২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন।

এর আগে, গতকাল রবিবার আখেরি মোনাজাতে শেষ হয় ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত শেষে প্রথম ধাপে অংশগ্রহণকারী অধিকাংশ মুসল্লি ময়দান ত্যাগ করেন। পরে দ্রুত সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করা হয়। বিকেল হতেই দ্বিতীয় ধাপের মুসল্লিরা আসতে শুরু করেন। আজও সকাল হতে বিভিন্ন জেলা হতে মুসল্লিরা দলবেঁধে ময়দানে আসছেন।

এই ধাপে অংশগ্রহণ করছেন- ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ, বান্দরবন জেলার মুসল্লিরা।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘‘সোমবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। এই ধাপে ২২ জেলার মুসল্লি ছাড়াও ৭৬টি দেশ থেকে সাড়ে তিন হাজার বিদেশি মেহমান এসেছেন। আগামী ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষে তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন।’’

উল্লেখ্য, ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে প্রায় ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews