নিউজ ডেস্ক : সিলেটের বিশ্বনাথে বাজার নিয়ন্ত্র রাখতে পৌর শহরের নতুন ও পুরাতন বাজারে পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ও উপজেলা সহকারি কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের।
রেস্টুরেন্ট অপরিস্কার, অনিরাপদ পরিবেশে খাবার প্রস্তুতি, ভেজাল খাদ্য বিক্রি, ফ্রিজে অস্বাস্থ্যকর ভাবে খাবার সংরক্ষণ করা ও মূল্য তালিকা না থাকায় মোট ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫টি মামলা দায়েরের পাশাপাশি ৪৮ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও উপজেলা সহকারি কমিশনার ভূমি আরও ৫টি মামলা দায়েরের পাশাপাশি ৫৩ হাজার টাকা জরিমানা করেন। ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাথে ছিলেন বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী।