অনলাইন ডেস্ক – দেশে ফিরে আসার লক্ষ্যে লন্ডনের বাসা থেকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ সোমবার (৫ মে) বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ খবর জানানো হয়।
এই প্রত্যাবর্তন যাত্রায় বেগম জিয়ার সঙ্গে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লন্ডনে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পারিবারিক সাক্ষাৎপর্ব সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
খালেদা জিয়া লন্ডনে অবস্থানকালে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং পরিবারের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে ছিলেন।
দেশে পৌঁছানোর পর তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘ফিরোজা’-তে উঠবেন। ইতোমধ্যে তার জন্য বাসভবনটি প্রস্তুত করা হয়েছে।