নিউজ ডেস্ক : পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ঘটনার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, আসল প্রেক্ষাপট কী জানি না। তবে নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সরকার যদি লিখিতভাবে কিছু জানাত, বিষয়টি আরও পরিষ্কার হতো। একটি ছবির সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না।
নির্বাচন সম্পর্কেও তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য। তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেটে পাথর লুটের ঘটনার প্রসঙ্গে উপদেষ্টা জানান, স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, অবাধ বাক স্বাধীনতার কারণে অনেকে বিভিন্ন কথা বলছেন। তবে সরকার সবার মতামত নিয়েই সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।