আর্ন্তজাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিজিবি এক বিএসএফ সদস্যকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিজিবি’র চাঁন্দেরহাট বিওপি ক্যাম্পের কাছে ৩৩৪/৬ এর সাব পিলারের পাশ দিয়ে দুইজন বিএসএফ সদস্য কাটাতারের গেট দিয়ে নো ম্যানস ল্যান্ড পার হয়ে বাংলাদেশের ২শ’ গজ অভ্যন্তরে ঢুকে মাঠে ঘাস খাওয়ার জন্য বেধে রাখা গবাদি পশুগুলোকে তাড়াতে থাকে এবং বাংলাদেশের স্থানীয় বাসিন্দা আফসারের বাসায় ঢুকে পড়ে।
খবর পেয়ে গ্রামবাসী তাদের ধাওয়া করলে একজন বিএসএফ সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও উপল কুমার দাস (৪০) নামে বিএসএফ’র এক সদস্যকে আটক করে রাখে।
তবে এসময় বিএসএফ সদস্য বাহিনীর পোশাকে থাকলেও নিরস্ত্র ছিলেন। তিনি ভারতের উত্তর দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্তঘেষা মধ্য গৌরিপুর ৬৩ বিএসএফ ক্যাম্পের কর্মরত সদস্য, যার বিএসএফ কনস্টেবল আইডি নং ১৩০৮১৪৭৫।
পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এর ৪২ বিজিবি’র চান্দের হাট বিওপি’র সদস্য উপলকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায় এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেন।
শেষ খবরে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠনের পর আটককৃত বিএসএফ সদস্য উপল কুমার দাসকে হস্তান্তর করা হয়েছে।