আন্তর্জাতিক ডেস্ক : বাশার আল–আসাদ এখন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট। দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি।
এদিকে তার পতনের পর প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
দামেস্ক থেকে এএফপির প্রতিনিধি এমনটাই জানিয়েছে।
বার্তা সংস্থাটির প্রতিনিধি জানান, বাশার আল–আসাদের পতনের খবর নিশ্চিত হলে সাধারণ মানুষ রাজপথে নেমে উল্লাস করেছেন। এদিন রাজধানী দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের ছয়তলা বাসভবনে ঢুকে পড়েন নারী, শিশু ও পুরুষ অনেকে। ভবন থেকে দামি জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে তাদের অনেককে। এসময় বিভিন্ন কক্ষ তছনছ ও ভাঙচুরও চালান আসাদবিরোধীরা এবং সম্মেলন কক্ষে আগুন ধরিয়ে দেন তারা।
এদিকে জানা গেছে, পালিয়ে মস্কোয় আশ্রয় নিয়েছেন বাশার আল–আসাদ। রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তি ও তাস ক্রেমলিনের কয়েকটি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে। আসাদ ও তার পরিবারের সদস্যরা মানবিক বিবেচনায় রাশিয়ায় আশ্রয় পেয়েছেন বলে খবরে বলা হয়েছে।
এ মুহূর্তে সিরিয়ার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বিদ্রোহীদের হাতে।