1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

বায়ুদূষণ রোধে কঠোর অভিযান: প্রায় ১৪ কোটি টাকা জরিমানা , ইটভাটা বন্ধ ও পলিথিন জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি : দেশের বায়ুদূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর কঠোর অবস্থান নিয়েছে। ২ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সারা দেশে ৪৪২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১০৪১টি মামলার মাধ্যমে ১৩ কোটি ৭৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযানে ১৯৯টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ১০৯টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, ৩১টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫টি প্রতিষ্ঠানের ৬ ট্রাক ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়েছে।

এছাড়াও, গত ৩ নভেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩২৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৬৩৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ১ লাখ ৫৫ হাজার ৪১৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া, ১১টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

এদিকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাকার আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৫টি মামলার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

একই দিনে কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর, নোয়াখালী ও ফেনীতে ৮টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ১৫টি মামলায় ২৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ৯টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়, ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং ২টি ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

শরীয়তপুর ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার দায়ে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৩টি মামলার মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সারা দেশে প্রায় ১২হাজার ৯৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

শব্দদূষণ রোধে নোয়াখালীতে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪টি যানবাহনের চালককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি, কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

দূষণ রোধে সরকারের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews