স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের জন্য প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই ট্রায়ালে অংশ নিতে আজ (সোমবার) যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন তরুণ ফরোয়ার্ড তানভীর আহমেদ।
ইংল্যান্ডের ক্লাব পিপি রেঞ্জার্স-এর হয়ে খেলা তানভীর মূলত ফরোয়ার্ড পজিশনে খেলেন। তার আদি বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দীঘল গ্রামে। বাবা মো. সেলিম আহমদের সান্নিধ্যে বেড়ে ওঠা এই তরুণ এখন স্বপ্ন দেখছেন লাল-সবুজের জার্সি গায়ে জাতীয় দলে খেলার।
সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তানভীর। সেখানেই তিনি জানান,
“বাংলাদেশে ফিরতে আমার সবসময় ভালো লাগে। আমি এই দেশেরই সন্তান। বাফুফে আমাদের যে সুযোগটা দিয়েছে, সেটা কাজে লাগাতে এবার দেশে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো জাতীয় দলে সুযোগ পাই। ”
তানভীরের আগমন ঘিরে ইতোমধ্যে তার গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ এলাকার মানুষ তাকে নিয়ে গর্বিত। তানভীর বলেন,
“আমি বিয়ানীবাজারের নাম উজ্জ্বল করতে চাই বাংলাদেশের হয়ে খেলে। এলাকাবাসীর অনেক প্রত্যাশা আমার ওপর, আমি চাই তাদের মুখ উজ্জ্বল করতে। ”
এবারের বাফুফে ট্রায়াল নিয়ে দেশের ফুটবল অঙ্গনে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এরইমধ্যে হামজা চৌধুরী, সামিত সোম, ফাহমেদুল ইসলামরা জাতীয় দলে যোগ দিয়ে প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছেন। তানভীরের মতো তরুণদের আগমন সেই ধারা আরও শক্ত করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।