স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর গুল্লু বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেললে তিনি অবাক হবেন না।
সংবাদমাধ্যমকে গুল্লু বলেন, বাংলাদেশ ঠিক গুছিয়ে যেতে পারেনি এবার। বিপিএলে পর্যাপ্ত ম্যাচ পায়নি নাজমুল হোসেন শান্ত। প্রস্তুতি ম্যাচটাও ভালো কাটেনি দলের। তবে পঞ্চাশ ওভারের খেলা হওয়ায় আসলে আশা রাখাই যায়। বাংলাদেশ যদি পরের পর্বে (সেমিফাইনালে) যায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। অবশ্যই খুব কঠিন কাজ। গুছিয়ে খেলতে পারলে সম্ভব।
সাবেক এই ক্রিকেটার বলেন, বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে গেছে, পঞ্চাশ ওভারের ক্রিকেট ভালো খেলে বিধায় সেই বিশ্বাসটা রাখতে চাই। তবে টুর্নামেন্টটা খুব কঠিন যাবে বাংলাদেশের জন্য। বোলিংটা ভালো করতে হবে। আমার বিশ্বাস ব্যাটিং ভালো করবে। ওয়ানডে হওয়ায় বেশি তাড়া নেই। আমাদের স্বাভাবিক ব্যাটিং করতে পারলেই হবে।
জাভেদ ওমর আরও বলেন, আমার মনে হয়, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলিং খুব চ্যালেঞ্জিং হবে। বড় রানের খেলা হবে। তাই যারা বোলিংটা ভালো করতে পারবে, তাদের সম্ভাবনা বেড়ে যাবে। আমার দৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার বোলিং বাকিদের চেয়ে এগিয়ে আছে। অস্ট্রেলিয়া তুলনামূলক অনভিজ্ঞ আক্রমণ নিয়ে যাচ্ছে। তাদের স্পিনের ওপর বেশি নির্ভর করতে হবে।
টুর্নামেন্টে সম্ভাব্য সেমিফাইনাল নিয়ে বেলিম বলেন, সব মিলিয়ে ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের সম্ভাবনা আমি বেশি দেখি। ভারত সব ম্যাচ যেহেতু দুবাইয়ে খেলবে, তাদের অনেক কিছুই চেনা। সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছে তারা। সবসময় চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে নামে তারা। নিউ জিল্যান্ডও ভালো খেলছে। ত্রিদেশীয় সিরিজ জয় তাদের অনেক আত্মবিশ্বাস দেবে।