1. [email protected] : Abu Bakar : Abu Bakar
  2. [email protected] : Masumasian :
  3. [email protected] : News Editing : News Editing
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশষ সংবাদ:

বগুড়ায় রাইস ব্রান অয়েল মিলে বিস্ফোরণ, নিহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক – বগুড়ার শেরপুর উপজেলায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডের মালিকানাধীন রাইস ব্রান ওয়েল মিলের ট্যাংক বিস্ফোরণের চারজনের মৃত্যু হয়েছে৷

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল ও মো. মনির।

জানা গেছে, মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এসময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে ঢুকলে তেলের ট্যাংকের বিস্ফোরণ ঘটে। এঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews