বিনোদন ডেস্ক : একদিকে দুই নতুন মুখ, অন্যদিকে প্রমোশনও ছিল সীমিত। তবু তুখোড় ছক্কা হাঁকাল মোহিত সুরি পরিচালিত রোম্যান্টিক ড্রামা ‘সাইয়ারা’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা। মুক্তির আগে ছবি নিয়ে ছিল না কোনও হাইপ। রোমান্টিক ছবি এবং অচেনা স্টারকাস্ট মিলিয়ে দর্শক খুব একটা আগ্রহীও ছিল না। সেই ছবি যে বক্স অফিসে এমন আগুন ধরাবে, তা হয়তো নির্মাতারাও ভাবেননি। শুধুমাত্র লোকমুখে প্রচারের মাধ্যমে মুক্তির মাত্র ছয় দিনের মাথায় বিশ্ব জুড়ে ছবির মোট আয় ছুঁয়েছে ২০০ কোটির বেশি! এছাড়াও ছবিটি এখন ২০২৫ সালের সেরা পাঁচ হিন্দি আয়কারী ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।
দীর্ঘদিন পর রোমান্টিক ঘরানার ছবি নিয়ে আবারও তোলপাড় বলিউড। ‘সাইয়ারা’ মুক্তির মাত্র ছয় দিনের মাথায় ছবিটির আয় ছাড়িয়ে গেছে ২০০ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়)। বাজেটের তিন গুণের বেশি এই আয় চমকে দিয়েছে বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের।
নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই প্রেমের ছবিটি প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস। ১৮ জুলাই মুক্তির পর থেকেই ছবিটি সাড়া ফেলেছে প্রেক্ষাগৃহে। ‘সাইয়ারা’র নির্মাণ ব্যয় ছিল প্রায় ৫৭ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়)। সেই ছবিই এখন আয় করে ফেলেছে ২০০ কোটির বেশি, যা প্রযোজকদের প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে।
ছবিটির প্রথম দিনের আয় ছিল ২১ দশমিক ৫০ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ দশমিক ৫ কোটি। সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতেও ছবিটির বাণিজ্যিক গতি কমেনি।
বরং সোম, মঙ্গল ও বুধবার- এই তিন দিনেও প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় দেখা গেছে। দ্বিতীয় দিন আয় করে ৩০ দশমিক ৯ কোটি টাকা, তৃতীয় দিনে ৩২ কোটি টাকা এবং ষষ্ঠ দিনে ২৬ দশমিক ৮ কোটি টাকা। ছয় দিনের শেষে ভারতের অভ্যন্তরে আয় দাঁড়িয়েছে প্রায় ১৯৬ কোটি টাকার কাছাকাছি। আর বিশ্বজুড়ে মোট আয় ছুঁয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ২৭৮ কোটি।
এই বক্স অফিস সাফল্যের নেপথ্যে রয়েছে আবেগঘন গল্প, চমৎকার সব গান, আর একেবারে তরুণ প্রজন্মকে টার্গেট করে নির্মিত রোমান্স। ছবির কাহিনি যেমন হৃদয়ছোঁয়া, তেমনি আহান-অনীতার রসায়ন তরুণ দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। অনেকেই বলছেন, বহুদিন পর বলিউডে এমন এক প্রেমের জুটি এসেছে, যাদের সঙ্গে দর্শক একাত্ম বোধ করছেন।
ছবিটি কেবল দর্শকের নয়, মন জয় করেছে সমালোচকদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাইয়ারা’ নিয়ে প্রশংসার ঝড় বইছে। অনেকেই বলছেন, কোরিয়ান পপ কালচারের দাপটের মধ্যেও আহান পান্ডে হয়ে উঠেছেন জেন-জিদের নতুন হার্টথ্রব। তরুণ-তরুণীদের মধ্যে তার স্টাইল, হাসি আর সংবেদনশীল অভিনয় এখন আলোচনার শীর্ষে।
শুধু সাধারণ দর্শক নয়, বলিউডের বড় তারকারাও ‘সাইয়ারা’র প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আহান-অনীতার প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন আমির খান, আলিয়া ভাট, অনিল কাপুর, শিল্পা শেঠি, শ্রদ্ধা কাপুর, রণবীর সিং, বরুণ ধাওয়ান, চাঙ্কি পান্ডে, অনন্যা পান্ডে, কার্তিক আরিয়ানসহ অনেকে।
সোশ্যাল মিডিয়ায় তারা ছবির গানের প্রশংসা করছেন, শেয়ার করছেন দৃশ্য, লিখছেন ব্যক্তিগত অনুভূতির কথা।
শুধু বলিউডের পরিধিতেই নয়, সাইয়ারা এখন দক্ষিণ এশিয়ার বিনোদন অঙ্গনের আলোচ্য বিষয়ের এক নম্বরে। সিনেমাবোদ্ধারা বলছেন, এই ছবির সাফল্য মোহিত সুরিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। নতুন তারকা জুটির আবির্ভাবের পাশাপাশি এটিও প্রমাণ করল, ভালো গল্প আর হৃদয় ছুঁয়ে যাওয়া উপস্থাপন থাকলে এখনো রোমান্টিক ছবি দিয়ে বক্স অফিস কাঁপানো যায়।
তবে প্রশ্ন হলো, এই সাফল্য কি স্থায়ী হবে? নাকি সাময়িক আলোড়নের পর ফিকে হয়ে যাবে? আপাতত এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এখন পর্যন্ত সাইয়ারা নিঃসন্দেহে ২০২৫ সালের অন্যতম চমক হয়ে উঠেছে।