বিনোদন ডেস্ক : চলতি বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী রুচি গুজ্জার। এবার একেবারে ভিন্ন কারণে আলোচনায় রয়েছেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ের এক সিনেমা হলে ‘সো লং ভ্যালি’ নামের একটি ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর চড়াও হয়ে জুতাপেটা করেছেন রুচি! শুধু তাই নয়, অভিনেত্রীকে ওই পরিচালককে উদ্দেশ করে পানি বোতল ছুড়ে মারতেও দেখা যায়। প্রিমিয়ারের সেই ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এইবার সেই ঘটনায় অভিনেত্রীর নামে মানহানির মামলা করলেন প্রযোজক।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক তথা সিনেমার অন্যতম প্রযোজক মান সিং ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন রুচি গুজ্জারের বিরুদ্ধে।
প্রযোজক-পরিচালক মান সিংয়ের অভিযোগ, পরিকল্পিতভাবেই ‘সো লং ভ্যালি’ সিনেমার নাম খারাপ করতে চেয়েছেন রুচি। তিনি দাবি করেন, ‘রুচির উদ্দেশ্য ছিল ছবিটির প্রচার ও সাফল্যে জল ঢালা।’ এই অভিযোগের ভিত্তিতেই মান সিং আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।
সিনেমার তিন প্রযোজকের একজন করণ চৌহানের সঙ্গে আর্থিক লেনদেন নিয়েও উঠেছে অভিযোগ। প্রযোজকদের এক যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে, রুচি গুজ্জর করণ চৌহানকে ব্যক্তিগতভাবে ২০-৩০ লাখ টাকা ধার দিয়েছিলেন। সেই অর্থ নির্ধারিত সময়ে ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ হন রুচি। এরপর থেকেই তিনি সিনেমার বাকি শিল্পীদের ছবিটি থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিতে থাকেন। এমনকি, সিনেমা মুক্তি ঠেকাতে আদালতের দ্বারস্থও হন তিনি। তবে আদালত তার আবেদন খারিজ করে জানিয়ে দেয়, সিনেমার প্রযোজনার সঙ্গে রুচির কোনও লিখিত চুক্তি ছিল না। সুতরাং মুক্তি ঠেকানোর অধিকার তার নেই।
প্রিমিয়ারের দিন রুচির আচরণ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়। জানা যায়, অভিনেত্রী ওই অনুষ্ঠানে নিজের একটি দল নিয়ে উপস্থিত হন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, তারা স্লোগান দিচ্ছিলেন প্রযোজকদের বিরুদ্ধে। এই ঘটনাকে ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবে উল্লেখ করেছেন মান সিং।
অন্যদিকে, রুচি গুজ্জারও বসে থাকেননি। তিনি দাবি করেছেন, প্রযোজকেরা তার কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা নিয়েছিলেন একটি টেলিভিশন শো নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু সেই টাকা ছবির প্রযোজনায় ব্যয় করেছেন তারা। তার আইনজীবী জানান, অভিনেত্রী নিজেও আম্বোলি থানায় প্রযোজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, করণ চৌহানের নামে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, তিনি টিভি শো তৈরির প্রতিশ্রুতি দিয়ে রুচির কাছ থেকে ২৩ লাখ টাকা নিয়েছিলেন, যা এখনো ফেরত দেওয়া হয়নি।
সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত, এমন ঘটনা প্রিমিয়ার শোয়ের মতো গ্ল্যামার-ভিত্তিক আয়োজনে ভীষণই দৃষ্টিকটূ এবং ইন্ডাস্ট্রির ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।