1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪ বার পঠিত হয়েছে
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০

নিউজ ডেস্ক : রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইলে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন

জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী একটি মালবোঝাই ট্রাক মহাসড়ক পাশে দাঁড়িয়ে ছিল। এসময় থানার হাইওয়ে পুলিশ ট্রাক চালকের সঙ্গে কথা বলার জন্য একটি পিকআপ ভ্যান নিয়ে ঘটনাস্থলে যায়। এ সময় অরিন পরিবহনের একটি ঢাকা–পঞ্চগড়গামী যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে প্রথমে ট্রাকটিকে ও পরে পুলিশের পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা দেয়, ফলে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ সড়কের ডিভাইডার ওয়ালে আটকা পড়ে ।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জন জেলা পুলিশের সদস্যসহ ১০ জন আহত হন, যাদের মধ্যে কনস্টেবল মিজানুর রহমান ও সার্জেন্ট পলাশ চন্দ্র পাল গুরুতর আহত হন ।

নিহত আলমগীর হোসেন (৪১), টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার বলদিআটা গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং আশরাফুল আলম (৪০), জামালপুর সদর থানার হাজীপাড়া–বজরাপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে।

আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যসহ অনেকে ভর্তি করা হয়েছে পীরগঞ্জ ও মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত কনস্টেবল মিজানুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে ।

বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনার পর বাস, ট্রাক ও পুলিশের পিকআপ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, এবং সড়ক পরিবহন আইন অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews