নিউজ ডেস্ক : কক্সবাজারের আওয়ামী লীগ নেত্রী নাজনিন সরওয়ার কাবেরীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর চকবাজার এলাকার দেবপাহাড়ে তার পৈতৃক বাসা থেকে চকবাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশের অভিযানের খবরে ওই ভবনের ছাদে রাখা পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন এই ‘ভাইরাল নেত্রী’। কাবেরী কক্সবাজারের রামুর বাসিন্দা। তিনি কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও ছিলেন সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো অনিয়ম দেখলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসতেন। অনিয়মের প্রতিবাদ জানাতেন।
পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, কাবেরীদের পৈতৃক বাসা নগরীর দেবপাহাড় এলাকায়। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বাসায় থাকতেন না। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একটি গাড়িতে করে বাসায় আসেন। সোর্সের মাধ্যমে কাবেরী বাসায় আসার বিষয়টি চকবাজার কেন্দ্রিক বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা নিশ্চিত হন। এরপরই বৈষম্যবিরোধী ছাত্ররা তার বাসা ঘেরাও করে রাখেন। পরে চকবাজার থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে চকবাজার থানা পুলিশের তিনটি টিম ঘটনাস্থলে যায়। পরে মহিলা পুলিশও ঘটনাস্থলে আনা হয়। পরে তাকে তিনতলা ভবনের ছাদের পানির ট্যাংক থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্রনেতারা ঘটনাস্থলে রয়েছেন। তারাও বাড়িটির দুইটি গেট পাহারা দিচ্ছেন। পুলিশ বাড়িটির ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিবারের নারী সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হয়নি।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, ‘কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেত্রী কাবেরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে কোনো মামলা নেই। কক্সবাজারে একাধিক মামলা রয়েছে। এ কারণে তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’