পর্যটন মৌসুমকে সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারের
প্রাকৃতিক ভারসাম্য ও বৈচিত্র্যময় পর্যটন , এথিকাল বিজনেস ডেভেলপমেন্ট ও টেকসই নিরাপত্তা নিয়ে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশী জনের সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর(সোমবার)ট্যুরিস্ট পুলিশের হল রুমে অনুষ্ঠিত
সভায় বক্তারা সমুদ্র সৈকতের অপার সম্ভাবনা ও ছোটখাটো বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এছাড়া সম্মিলিত প্রয়াসে কিভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রাকৃতিক ভারসাম্যময় পর্যটন শিল্প ও অধিকতর এথিক্যাল বিজনেস স্ট্যান্ডার্ড ও ডেভেলপমেন্ট করা যায়, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, আমরা সকলের সাথে সুদৃঢ় বন্ধন রাখতে চাই, আরো মতবিনিময় ও আলোচনা করতে চাই, কেননা আমরা সম্মিলিতভাবেই কক্সবাজারের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে চাই।
এমনকি কক্সবাজারের পর্যটন মৌসুমকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তাসহ পর্যটন শিল্প বিকাশে যা যা করণীয় সবকিছু নিয়েই কাজ করতে চাই।
এসময় মতবিনিময় সভায় হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি, সম্পাদক, কিটকট মালিক সমিতির সভাপতি, হর্স রাইডিং এর সভাপতিসহ বিভিন্ন পর্যটন হোটেলের মালিক, ম্যানেজার, সিকিউরিটি অফিসার সহ পর্যটন শিল্প অংশীজনরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে পুলিশের পক্ষে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ ইন্সপেক্টরবৃন্দ, সাব-ইন্সপেক্টরবৃন্দ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সকলেই কালের ধারাবাহিকতায় কক্সবাজারকে বিশ্বের সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনে রুপান্তরের প্রত্যাশায় সকলের সহযোগিতা কামনা করেন।