1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশষ সংবাদ:

পরকীয়ায় মজেছেন গায়িকা কনা

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮ বার পঠিত হয়েছে
কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা

বিনোদন ডেস্ক : সময়ের দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। দীর্ঘ ৭ বছর চুপিসারে চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল ভালোবাসার মানুষকে বিয়ে করেন এই গায়িকা। কনার বরের নাম গোলাম মো. ইফতেখার, গহীন নামে অনেকেই চেনেন। পেশায় তিনি ব্যবসায়ী। তাদের বিয়েটা নীরবেই হয়েছিল।

এখন চাঞ্চল্যকর খবর, সেই সংসারী কনা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তিনি মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।

দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান বলে রূপালী বাংলাদেশ নিশ্চিত হয়েছে।

গানের ভুবনে তাদের প্রেম অনেকটা ‘ওপেন সিক্রেট’। এ নিয়ে সংগীতের কারো অজানা নয়।

কনার প্রেমিক শুভ্র গায়িকার সঙ্গে স্টেজে গিটার বাজিয়ে থাকেন। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে।

কনার মতো প্রেমিক মো. শাহরিয়ার সাঈদের (শুভ্র) সংসার রয়েছে। সেই সংসারে একটি কন্যা সন্তানও আছে। কনার কারণে গিটারিস্টের সংসার ভাঙনের পথে। শেখ জাবিন নাস নামের সেই নারীর সঙ্গে এখন আলাদা থাকছেন শুভ্র।

ঘনিষ্ট সূত্রের বরাতে আরও জানা গেছে, কনা ও শুভ্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অচিরেই তারা বিয়ে করবেন। বর্তমানে চলছে বিয়ের প্রস্তুতি।

কনার নতুন প্রেমিক এরই মধ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। খুব শিগগিরই প্রেমিকের টানে কনাও সেই দেশে উড়াল দিচ্ছেন বলে খবর। কাজের বাইরে একাধিকবার তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে।

কনা-শুভ্রর প্রেম বিনোদন পাড়ায় ‘ওপেন সিক্রেট’ হলেও কেউ এ নিয়ে মুখ খুলছেন না। সবার বক্তব্য একটাই, কনা-শুভ্রর প্রেমের সম্পর্কে জড়ানোর খবর এটাই নতুন নয়।

শুভ্র এর আগে আরেকজন গায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন। একইভাবে কনাও বিনোদন অঙ্গনের একাধিকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন।

বলা দরকার, ৭ বছরের প্রেমের পরে প্রায় ৭ বছরের সংসার। সব মিলিয়ে এক যুগেরও বেশি সময়ের সম্পর্কে ছেদ পড়েছে কনার।

স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে তার সংসার জীবন ভালো যাচ্ছে না কয়েক বছর ধরে। কাগজ-কলমে তাদের সম্পর্ক থাকলেও সংসারে অশান্তি অনেক দিন ধরেই।

যেটা বিচ্ছেদের পথে গড়াচ্ছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রূপালী বাংলাদেশের কাছে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন কনা। আর বিদেশে অবস্থান করায় গিটারিস্ট মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র)-এর মন্তব্যও পাওয়া যায়নি।

সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি আয়োজন সব মাধ্যমেই ভেসে বেড়াচ্ছে দিলশাদ নাহার কনার কণ্ঠ। ‘রেশমি চুড়ি’, ‘ধিমতানা’সহ অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি।

তার গাওয়া ‘দিল দিল দিল’, ‘ও ডিজে’ গানগুলো এখনও শ্রোতাদের ঠোটে লেগে আছে।

সর্বশেষ তার গাওয়া আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। গত রোজার ঈদে রায়হান রাফি পরিচালিত ‘তুফান; সিনেমায় মিমি চক্রবর্তীর কণ্ঠে গানটি সারাবাংলার সংগীতপ্রেমী শ্রোতা-দর্শকদের মধ্যে ঝড় তুলেছিল।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews