আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার লিম্পুপো প্রভিন্সের মকোপু এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৮জন আসামি ও একজন পুলিশ অফিসার সহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ১১ জন আসামিকে মোকোপান থানা থেকে মুকগোপংয়ে আদালতে নিয়ে যাওয়ার সময় আর-১০১ এ রোডে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পুলিশের গাড়ি উলটে দুর্ঘটনার কবলে পড়ে।
এ সময় ৫ জন আসামি ও একজন পুলিশ অফিসার ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয়েছে ৬ জন। তাদেরকে তাৎক্ষণিক নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আরও ৩ জনের মৃত্যু হলে মৃতের সংখ্যা ৯ জন হয়েছে। বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা এখনো আশঙ্কামুক্ত হননি।