স্পোর্টস ডেস্ক : আড়াই বছর ধরে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ছিলেন হাসান তিলেকারত্নে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে তার চুক্তির মেয়াদ শেষ হয়। সে সফরে টাইগ্রেসরা ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারায়, যার ফলে তাদের বাছাইপর্ব খেলতে হবে। বিসিবির অসন্তোষ বুঝতে পেরে তিলেকারত্নে নিজ থেকেই সরে দাঁড়ান।
তিলেকারত্নের সরে দাঁড়ানোর পর নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দেশীয় কোচ সারোয়ার ইমরান। দায়িত্ব পাওয়ার পর কাজ শুরু করেছেন দিয়েছেন বাংলাদেশি এই কোচ।
দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমকে সারোয়ার ইমরান বলেন, ‘নতুন চ্যালেঞ্জ সামনে, বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ আছে। ব্যাটিংটা অবশ্যই চ্যালেঞ্জ, এটা আমাদের উন্নতি করতেই হবে। কারণ (ক্রিকেটের) টপ লেভেলে যেতে হলে ব্যাটিংয়ের বিকল্প কিছু নেই। ওই চেষ্টাই করতেছি, এগিয়ে যাচ্ছি সেভাবেই।’
ব্যাটিং নিয়ে আলাদা কাজ করছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে যে ১০ জন সেরা ব্যাটার আছে, তাদের ডাকা হয়েছে ক্যাম্পে। তাদের সঙ্গে কাজ করছি, দুই দিন কাজ হয়েছে অলরেডি। কিভাবে তারা খেলবে, না খেলবে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে।’