স্পোর্টস ডেস্ক : কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। ব্যাট হাতে রানের দেখা না পেলেও নেতৃত্বগুণে কুড়িয়েছেন প্রশংসা।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) লিটনের কাঁধে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বের ভার উঠবে এমন কিছু অনুমিতই ছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ অধিয়াক হিসেবে বেছে নেয় লঙ্কান অভিজ্ঞ ক্রিকেটার থিসারা পেরেরাকে। নেতৃত্ব পেয়ে পেরেরা জানিয়েছেন লিটনকে দেয়া হয়েছে অ্যাংকরের দায়িত্ব!
“আমি একটা কথা বলতে পারি লিটন আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ক্রিকেটার। ব্যাটিং-বোলিং ইউনিট হিসেবে এই মুহূর্তে সবকিছুই ঠিক আছে। লিটনকে অ্যাংকরের ভূমিকা দেয়া হয়েছে।”