অনলাইন ডেস্ক – রাজধানী ঢাকাসহ ২৭টি অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এমন সতর্কতা দেয় সংস্থাটি।
আবহাওয়াবিদ জানান, নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সতর্কবার্তায় আবহাওয়া অফিস বজ্রপাতের ক্ষতি থেকে বাঁচতে কিছু পরামর্শও দিয়েছে।
এক্ষেত্রে বজ্রপাতে ঘরে থাকা, জানালা ও দরজা বন্ধ রাখা, যাত্রা এড়িয়ে চলা, নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়া, গাছের নিচে আশ্রয় না নেওয়া,
কংক্রিটের মেঝেতে না শোয়া ও হেলান না দেওয়া, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে রাখা, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা এবং বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকতেও বলা হয়েছে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত।