বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন মো. নুরুল করিম ভূইয়া। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
জেলা প্রশাসক (ডিসি) হতে চেয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. নুরুল করিম ভূইয়া। এজন্য অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া নতুন ডিসিদের প্রত্যাহারে চার ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিলেন।
এর পরও ডিসি হতে পারেননি নুরুল করিম ভূইয়া। তাকে পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন মো. নুরুল করিম ভূইয়া। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
গত ২০ আগস্ট নুরুল করিম ভুইয়া সিনিয়র সহকারি সচিব থেকে উপসচিব হিসেবে পদোন্নতি পান। এরপরই তিনি ডিসি পদায়ন পেতে আন্দোলন শুরু করেন।
অন্তর্বর্তী সরকার সম্প্রতি ৫৯ জেলায় ডিসি নিয়োগ দিলে নিজেদের ‘বঞ্চিত’ দাবি করে এসব ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান নুরুল করিম ভূইয়াসহ বিক্ষুব্ধ কর্মকর্তারা।
এরই পরিপ্রেক্ষিতে গত ১১ ও ১২ সেপ্টেম্বর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তরে ঢুকে তর্কে জড়ান।