অনলাইন ডেস্ক – নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৭১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৫৯ টাকা ৫০ পয়সা।
আজ মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে৷
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব দেওয়া হলে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে এসব তেল কিনতে ব্যয় হবে ৭১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা৷ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৯ টাকা ৫০ পয়সা।
এর আগে গত ১৩ মে বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাবে অনুমোদন দেয় সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। প্রতি লিটার ১৬১ টাকা হিসেবে এতে মোট ব্যয় ধরা হয় ১৭৭ কোটি ১০ লাখ টাকা।
এর মধ্যে মজুমদার প্রডাক্ট লিমিটেড থেকে ৫০ হাজার লিটার, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার, প্রধান অয়েল মিলস থেকে ২০ হাজার লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার রাইস ব্র্যান তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিন প্রতিষ্ঠান থেকে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্র্যান তেলার কেনার অনুমোদন দেওয়ার ১৪ দিনের মাথায় আরো ৪৫ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দেওয়া হলো। আগের তুলনায় এবার কম দামে তেল কিনতে পারছে সরকার। আগের তুলনায় এখন প্রতি লিটার রাইস ব্র্যান তেল ১ টাকা ৫০ পয়সা কমে পাওয়া যাচ্ছে।