অনলাইন ডেস্ক – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ছাত্র ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল। এ রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দেব না। জুলাই সনদ হতে হবে, এই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে।
আজ মঙ্গলবার বিকালে গাজীপুর রাজবাড়ী রোডের সরকারি মহিলা কলেজের সামনে বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র হতেই হবে। এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে। কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ এবং সংস্কার শুধু ঐকমত্য হলে হবে না। সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐকমত্য হতে হবে।
নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করবো ৫ আগস্টের মধ্যেই অন্তর্বর্তী সরকার এবং সব রাজনৈতিক দল জুলাই সনদ এবং ঘোষণাপত্র জারি করতে পারবে। ফলে আমাদের আকাঙ্ক্ষিত জুলাই অভ্যুত্থানের এক বছর এক সঙ্গে উৎযাপন করতে পারব।
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের সঞ্চালনায় পদযাত্রায় বক্তব্য রাখেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রমুখ।