অনলাইন ডেস্ক : ঢাকা , ১২ নভেম্বর ২০২৪: অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৪ জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) -এর উপকার ভোগী শহীদ পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের করে আত্মনির্ভরশীল করার অঙ্গীকার করেছেন।
তিনি আজ ঢাকাস্থ এসডিএফ কার্যালয়ের সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৪ জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এসডিএফ -এর সদস্য পরিবারভুক্ত শহীদ পরিবার এবং আহতদের এসডিএফ এর পক্ষ হতে অনুদান ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসডিএফ -এর সদস্য পরিবারভুক্ত সদস্যদের আত্মাহুতি ও অংশগ্রহণ প্রমাণ করছে, ২০২৪ জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অভ্যুত্থান যেখানে আপামর জনগোষ্ঠী অংশগ্রহণ করেছিলেন।
গত জুলাই-আগস্ট ২০২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে বিশ্ব ব্যাংকের সহায়তায় এসডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ, এন্ড লাইভলিহুড ইমপ্রুফমেন্ট (RELI) প্রকল্পে ২০টি জেলার প্রকল্পের লক্ষিত উপকার ভোগী পরিবারের ০৭ জন সদস্য সম্মুখ আন্দোলনে শহীদ হয়েছেন, ১৬জন সদস্য গুরুতর আহত এবং ৩৩ জন সদস্য আহত হয়েছেন। এছাড়াও বহু সংখ্যক সদস্য কম বেশি আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ড. সালেহউদ্দিন আহমেদ এসডিএফ -এর ০৭ জন নিহত সদস্যদের পরিবারের মনোনীত ব্যক্তিকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, গুরুতর আহত ১৬ জন সদস্যদের ১০০,০০০ (এক লক্ষ) টাকা এবং ৩৩ জন আহত সদস্যদের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন। এ অর্থ সহায়তা ছাড়াও আহত সদস্যদের পরিবারকে প্রকল্পের নীতিমালা অনুযায়ী গ্রামীণ পর্যায়ে প্রকল্পের দারিদ্র বিমোচন ও জীবিকায়ন কর্মকাণ্ডে নিবিড়ভাবে সম্পৃক্ত করা হয়েছে।
ড. মোহাম্মদ আবদুল মজিদ, এসডিএফ বোর্ড অব ডিরেক্টরস্ এর চেয়ারম্যান, সাবেক সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, এসডিএফ এর পরিচালনা পর্ষদ ও গভর্নিং বডির সদস্যগণ, সাংবাদিক, শহীদ ও আহত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যে গত জুলাই-আগস্ট ২০২৪ এ সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এসডিএফ প্রকল্প ভুক্ত পরিবারের যে সকল সদস্য নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করা সহ নিহত ও আহতদের প্রতি সমবেদনা, মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করা।
উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০১ সাল হতে যাত্রা শুরু করে। এসডিএফ বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন ও এসডিজি লক্ষ্য অর্জন ও জীবিকা উন্নয়নের জন্য প্রতিষ্ঠাকাল থেকে নিরলস ভাবে কাজ করছে।