নিউজ ডেস্ক : জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা দাবি আদায়ে সরকারকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৫ সেপ্টেম্বর থেকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী।
তিনি বলেন, ‘আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরা সর্বাত্মক আন্দোলনে যাব।’
এ দিনের বৈঠকে শিক্ষকদের সর্বজনীন বদলি ব্যবস্থা চালুর দাবিতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মিজানুর রহমানকে এবং সদস্য সচিব করা হয়েছে একই বিভাগের উপ-সচিব (মাধ্যমিক-২) সাইয়েদ এ জেড মোরশেদ আলীকে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
বৈঠকে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে শিক্ষক নেতাদের কাছ থেকে লিখিত প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সমাধানের পথ খোঁজা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানিয়েছে, শিক্ষকদের জাতীয়করণসহ অন্যান্য দাবির বিষয়ে নীতিনির্ধারকদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। একাধিক বিষয়ে প্রাথমিক সম্মতি পাওয়া গেছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।