1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় উপদেষ্টা বলেন, ক্ষমতা জনতার হাতে, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।

এর আগে দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কৃষি মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি কৃষি মার্কেটের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে পলিথিন ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন।

চাঁদাবাজদের প্রসঙ্গে উপদেষ্টা জানান, কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না। যত বড়ই হোক ব্যবস্থা নেওয়া হবে।

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বেড়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা দাম পাচ্ছেন না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews