জাতীয় পার্টির (জাপা) সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল-মামুন এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান পদত্যাগ করেছেন।
বুধবার (১৬ অক্টোবর) যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে পদত্যাগ করা নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পার্টির অবস্থান সাংঘর্ষিক হওয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। গত ১৩ আগস্ট কোটা আন্দোলনে সমর্থন দিয়ে বিবৃতি এবং ১৭ জুলাই কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলাম। বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ ছিল আমাদের।
এতে আরও বলা হয়, সারাদেশে জাতীয় ছাত্র সমাজের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে পার্টির অবস্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।