1. [email protected] : Abu Bakar : Abu Bakar
  2. [email protected] : Masumasian :
  3. [email protected] : News Editing : News Editing
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

ছাত্রশিবির থেকে শিক্ষা নেওয়া উচিত: ঢাবি শিক্ষক

ডেক্স রিপোর্ট
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০ বার পঠিত হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ পাওয়ার পর আলোচনায় এসেছে সংগঠনটি। অনেক ছাত্র সংগঠন থেকে শুরু করে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা।

 

বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুস্তফা মঞ্জুর।

 

 

তিনি গত ২৩ সেপ্টেম্বর ফেসবুকে বলেন, ‌‘ঢাবি শিবিরের সভাপতি, সেক্রেটারির পরিচয় প্রকাশ নিয়ে ফেসবুক পাড়া সরগরম। আমি কিছুটা বিস্মিত। কীভাবে এমন করা সম্ভব হলো। এখানেই আসে তিন স্টেকহোল্ডারের ভূমিকা।

 

১. যারা পদে ছিলেন- মূল কৃতিত্ব অবশ্যই তাদের । কারণ জাহির করার এ যুগে এটা না করতে অনেক বড় উচ্চাকাঙ্ক্ষা ও মননিয়ন্ত্রণ দরকার।

 

হ্যাঁ, পারিপার্শ্বিক অবস্থাও বিবেচ্য।

 

২. ছাত্রলীগ। তাদের নির্বুদ্ধিতার সীমা নেই। কীভাবে দিনের পর দিন তাদের ভেতরেই তারা বাস করল!!

 

ছাত্রলীগ বা দলের সমস্যা এমনই। অনুপ্রবেশ ঠেকানোর কোনো কৌশল এদের জানা নেই। শিবির ব্যতিক্রম। হুট করে অনুপ্রবেশের সুযোগই নেই।

 

৩. আমি সবচেয়ে আশ্চর্য যে বিষয়ে তা হচ্ছে শিবিরের কর্মী সমর্থকদের ভূমিকা। তারা নিশ্চয়ই জানত কে সভাপতি, কে সেক্রেটারি। তারপরও কীভাবে নিশ্চুপ থেকে গেল। সামান্যতম পরিচয় বা সন্দেহ উঠে এল না। এরা তো মূল দায়িত্বশীল না। এরা নিন্মশ্রেণির কর্মী। শিবিরের প্রতি ভালোবাসা বা ত্যাগও এদের বেশি হওয়ার কথা না। এরপরও এরা নিশ্চুপ!!!

 

কতটা ডেডিকেটেড হলে এমন সম্ভব!!

 

সত্যিই যদি তারা নিজেদের আদর্শ ও নিয়ম নীত মেনে চলে, তবে এদের ঠেকানো মুশকিল। সুন্দর ও বাস্তবসম্মত নির্দেশনা পেলে এরা সম্ভবত দেশকে বদলে দিতে পারে। এমন কর্মীবাহিনী যে কোনো দলেরই গর্ব হওয়া উচিত। বাকিদেরও উচিত এ থেকে শিক্ষা নেওয়া।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews