1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে?

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে?
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে?

স্পোর্টস ডেস্ক : হাতে বাকি নেই দুই মাসও। আগামী ফেব্রুয়ারি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে লড়বে বাংলাদেশও। যেখানে নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী ভারতকে পেয়েছে টাইগাররা। ক্রিকেটভিত্তিক ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ ভারত। এছাড়া এর একদিন আগেই পাকিস্তানে শুরু হবে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট।

পাকিস্তানে ভারতের খেলা না খেলা নিয়ে এবার এক প্রকার হুমকির মুখে পড়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। যদিও পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে টুর্নামেন্টটির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের এই দেশটি পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে ২৩ ফেব্রুয়ারি।

পিসিবির মুখপাত্র আমির মীর জানান, গতকাল পাকিস্তানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন। আমির মীর বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে পিসিবি সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে।’

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮ দল। যার মধ্যে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তানের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। এছাড়া পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি দুবাইয়ে খেলবে ভারতের সঙ্গে, এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।

আর গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে ৪ মার্চ খেলবে দুবাইয়ে। ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণীও সেখানেই হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে ওই ম্যাচ পাকিস্তান আয়োজন করবে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews