1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

চমক নিয়ে আসছেন সাজু

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ বার পঠিত হয়েছে
সাজু

বিনোদন ডেস্ক : ক্লোজআপ ওয়ান তারকা জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজু আহমেদ। বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ হয় ‘ রেগে গেলেন তো হেরে গেলেন’। অ্যালবামটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গানের প্রসঙ্গে বলেন, আসন্ন ঈদে ৭টি গান নিয়ে আসছেন ক্লোজআপ তারকা সাজু। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানগুলো হলো, নয়া মাহুত, দেখ দেখ পাড়া পড়শি, বাপ, নাচতে নাচতে ঘামায় ময়না গাও, ভীন দেশের মাহুত, পপ কর্ন ওয়ালা, পত্যি দিনে না কইলে কথা।

উজান ইটিভির (@Ujan Etv)এর ব্যানারে গানগুলো প্রকাশিত হবে। গানের সঙ্গীতায়োজন করেছেন তপন অধিকারী।

গান প্রসঙ্গে তিনি বলেন, আমি সবসময় স্রোতের বিপরীতে চলতে পছন্দ করি। এখন অ্যালবামের সেই সোনালী সময় না থাকলেও সবাই যে পথে হাঁটছেন আমি সেই পথে না হেঁটে ধারাবাহিকতা বজায় রাখছি। বেশ কয়েক বছর ধরেই অডিও অ্যালবাম বিলুপ্ত। এমন সময় এসেও ব্যবসায়িক চিন্তা না করে ব্যতিক্রম ভাবনায় কাজ করছি একের পর এক। আশাকরি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সাজু আহমেদ ২০০৮ সালে রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানে দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছিলেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। করে যাচ্ছেন একের পর এক জনপ্রিয় গান। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- `তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি’, ‘বন্ধুরে তোর পিরিতে লাশ হইয়া ভাসিলাম নদীতে’সহ উল্লেখযোগ্য।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews