অনলাইন ডেস্ক – ঈদ উপলক্ষে ঢাকার বিভিন্ন মার্কেট ও আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিতে বেসরকারি নিরাপত্তাকর্মীরা অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তাদের হাতে গ্রেপ্তারের ক্ষমতা থাকবে বলেও তিনি জানিয়েছেন।
আজ শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, “ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। নিরাপত্তা নিশ্চিতে ঢাকার বিভিন্ন আবাসিক এলাকা শপিংমল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হবে।”
তিনি বলেন, “আবাসিক এলাকা বিভিন্ন মার্কেট শপিংমলের নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করানো হবে। তাদের ক্ষমতা থাকবে গ্রেপ্তারের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইনবলে এসব লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। তারা ঈদের আগে, ঈদ পরবর্তী নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।”
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল (ডিবি) ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম, রমনার ডিসি মাসুদ আলম।