রাজধানীর গুলশান থেকে কিশোরসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার কিছু পরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলেছে, মরদেহগুলোয় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের একজনের বয়স ৬২ বছর। আরেকজনের বয়স ১৫ বছর। গুলশানের ১০৮ নম্বর সড়কের ২১ নম্বর প্লট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, তাঁদের পরিচয় জানা যায়নি।