আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা শহরকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ বানানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকম্পনা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো একবাক্যে এই পরিকম্পনা প্রত্যাখ্যান করে আসছে। তবে নাছোড়বান্দা ট্রাম্প এ নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় এবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় গাজার নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সম্ভাব্য এএই দিয়ে নির্মিত এই ভিডিওটিতে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রতিফলন ঘটেছে। এরপর সেটি নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে ‘দাড়িওয়ালা বেলি ড্যান্সার’ এবং ‘ডলারের নোটের বৃষ্টি’তে পূর্ণ একটি বিলাসবহুল শহর হিসেবে গাজাকে পুনরায় দেখানো হয়েছে।
৩০ সেকেন্ডের ভিডিওটি শুরু হয়েছে গাজায় ধ্বংসযজ্ঞের বর্তমান দৃশ্য দিয়ে। যেখানে খালি পায়ে শিশুরা বিধ্বস্ত ভবনগুলোর সারির মধ্যে দৌড়াচ্ছে। এরপর ধ্বংসাবশেষ থেকে তারা ‘ভবিষ্যতে’ ফিরে যাচ্ছে। যে ‘ভবিষ্যৎ শহরটিতে’ দুবাইয়ের মতো আকাশচুম্বী ভবন, সৈকত, ক্যাসিনো এবং ‘ট্রাম্প গাজা’ নামে অভিজাত হোটেল দেখা যাচ্ছে।
ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সূর্যস্নান করাসহ স্থানীয় সৌন্দর্য উপভোগ করছেন ট্রাম্প। ইলন মাস্ককে সমুদ্র সৈকতে খেতে দেখা যায়, তাকে ঘিরে দাড়িওয়ালা বেলি ড্যান্সাররা রয়েছেন। ডলারের নোটের বৃষ্টির নিচে ট্রাম্প ও শিশুদের স্বর্ণের ভস্কর্য দাঁড়িয়ে আছে।
এই ভিডিওর সাথে গাজা নিয়ে ট্রাম্পের কথিত দৃষ্টিভঙ্গি-সম্বলিত গানের কিছু কথাও রয়েছে। সেগুলো এমন : ডোনাল্ড আসছেন আপনাকে মুক্ত করতে, সবার দেখার জন্য আলো আনতে। আর সুড়ঙ্গ নয়, আর ভয় নয়, অবশেষে ট্রাম্প গাজা এসে গেছে। ‘ট্রাম্প গাজা’ একটি উজ্জ্বল, একটি সোনালী ভবিষ্যত, একটি নতুন আলো। ভোজ এবং নাচ; কাজ শেষ, ‘ট্রাম্প গাজা’ নাম্বার ওয়ান!
গাজা নিয়ে ট্রাম্পের প্রকাশিত ভিডিও থেকে নেওয়া ছবি
চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে এবং এটিকে একটি রিসোর্টে রূপান্তরিত করতে প্রস্তুত। এর পর থেকে তিনি দাবি করেছেন, যেহেতু ছিটমহলটি বসবাসের পক্ষে অনিরাপদ, তাই এটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা উচিত। ইসরায়েল ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করলেও অন্যান্য আঞ্চলিক খেলোয়াড় এবং অনেক বিশ্ব শক্তি এর তীব্র বিরোধিতা করেছে।
ট্রাম্পের ভিডিওটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এমনকি তার নিজের সমর্থকদের কাছ থেকেও সমাচনার শিকার হচ্ছে। ট্রুথ সোশ্যালের ব্যবহারকারীরা ভিডিওটিকে ‘ভয়ঙ্কর’ এবং ‘খারাপ রুচি’ হিসাবে বর্ণনা করেছেন।
ট্রুথ সোশ্যালে একজন লিখেছেন, ‘আমি এটা ঘৃণা করি। আমি আমাদের প্রেসিডেন্টকে ভালবাসি, তবে এটি ভয়ঙ্কর।’
অন্য একজন লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বড় সমর্থক হতে পারি না, কিন্তু এই বিশেষ ভিডিওটি খুবই বাজে রুচির!’
কেউ দাড়িওয়ালা বেলি ড্যান্সার এবং সোনার ভাস্কর্যকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, ভিডিওটি আসলেই ট্রাম্পে টিমের কাছ থেকে এসেছে কি না!