আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতি তিনজনের একজন ফিলিস্তিন দিন পার করছেন না খেয়ে। সংস্থাটি উপত্যকায় খাদ্য সহায়তা পৌঁছানো শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
ডব্লিউএফপি ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, গাজার উত্তরে, কেন্দ্রে ও দক্ষিণে প্রতিদিন অন্তত ১০০টি সহায়তা ট্রাক ঢোকার অনুমতি দেওয়ার জন্য।
এক বিবৃতিতে ডব্লিউএফপি জানায়, গত ২১ মে অল্প পরিমাণে সহায়তার জন্য সীমান্ত খুলে দেওয়ার পর, তারা কিছু সহায়তা ট্রাক পাঠাতে পেরেছে। তবে এখন পর্যন্ত যে সহায়তা পাঠানো হয়েছে, তা ২০ লাখেরও বেশি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের এক ক্ষুদ্র অংশমাত্র।’
সংস্থাটির সাম্প্রতিক এক মূল্যায়নে উঠে এসেছে, প্রায় প্রতি তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে থাকছেন।
এছাড়া ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আিইপিসি)–এর সর্বশেষ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ডব্লিউএফপি জানায়, সংঘাত চলতে থাকলে এবং মানবিক সহায়তা পৌঁছাতে না পারলে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
ডব্লিউএফপি আরও জানায়, চলতি বছরের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ চরম ক্ষুধার সম্মুখীন হতে পারেন। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে সংস্থাটি জানায়, যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন রুটির জন্য ব্যবহৃত আটা ৩ হাজার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এবং খাবার তৈরির তেল পাওয়া যাচ্ছে না বললেই চলে।