1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

খেলার মাঠে মেসি-হামেসের বাগযুদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৩ বার পঠিত হয়েছে
কোপা আমেরিকার ফাইনাল প্রসঙ্গ তুলে তাদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শেষ হওয়ার এক বছর পূর্ণ হতে চলল। তবে সম্প্রতি এই টুর্নামেন্টকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার্সআপ কলম্বিয়ার দুই তারকা লিওনেল মেসি ও হামেস রদ্রিগেজ।

আজ (বুধবার) সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই দুই দলের মুখোমুখি হওয়ার সময়ই কোপা আমেরিকার ফাইনাল প্রসঙ্গ তুলে তাদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়।

ঘরের মাঠে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় দশজনের দল নিয়ে আর্জেন্টিনার এই ড্রকে কোনোরকমে মান বাঁচানো বলা যেতে পারে।

ম্যাচের ২৪তম মিনিটে লুইস দিয়াজের একক নৈপুণ্যে গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে খেলায় ফিরতে তাদের সময় লেগেছে ৮০ মিনিট পর্যন্ত। থিয়েগো আলমাদার মাটি কামড়ানো শটেই সমতা ফেরে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সম্প্রতি কোপা আমেরিকার ফাইনাল নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ।

সে সময় তিনি বলেছিলেন, ‘কোপা আমেরিকায় আমাদের দারুণ একটি টুর্নামেন্ট কেটেছে। অবশ্যই আমরা শিরোপা চেয়েছিলাম, তবে আমার মতে আমরা কিছু ভিন্ন কারণে জিততে পারিনি।

রেফারি আর্জেন্টিনাকে অন্যায়ভাবে সুবিধা দিয়েছেন। আমাদের প্রাপ্য পেনাল্টি দেননি। আমার মতে, সেটি নিশ্চিত পেনাল্টি ছিল।’

হামেসের মাঠের বাইরের এই মন্তব্য তুলেই নাকি তাকে প্রশ্ন করেন মেসি। টিওয়াইসি-এর খবর অনুযায়ী, মেসি কলম্বিয়া তারকার উদ্দেশ্যে বলেন, ‘তুমি বলেছ তারা (রেফারি) আমাদের ফাইনালে সাহায্য করেছে। তুমি বেশি কথা বলো।’

জবাবে হামেস বলেন, ‘আমি এমন কিছু বলিনি।’ আজকের ম্যাচ শেষে গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে আর্জেন্টাইন অধিনায়ক বিষয়টি এড়িয়ে যেতে চান, ‘মাঠে যা হয়েছে, সেটি মাঠেই থাকুক।’

এদিকে, কলম্বিয়া-আর্জেন্টিনার আজকের ম্যাচটিতে বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেই উত্তেজনা ম্যাচের পরেও বজায় ছিল। দুই দলের খেলোয়াড়রা যখন হাত মিলিয়ে মাঠ ছাড়বেন, তখনই উভয়পক্ষের মধ্যে ফের বাদানুবাদ শুরু হয়।

আর্জেন্টিনার এজাকুয়েল প্যালাসিওস ও নিকোলাস ওতামেন্ডির সঙ্গে তর্কে জড়ান কলম্বিয়ার রিচার্ড রাইওস। ওই ঘটনায় অবশ্য রেফারিকে দায়ী করেছেন মেসি। প্যারাগুয়ের রেফারি জুয়ান গ্যাব্রিয়েল বেনিতেজের দিকে আঙুল উঁচিয়ে তিনি বলেন, ‘আপনার সিদ্ধান্তের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।’

এদিন শুরু থেকেই আর্জেন্টিনার একাদশে ছিলেন অধিনায়ক মেসি। ৭৭তম মিনিটে কোচ লিওনেল স্কালোনি তাকে তুলে নেন। তখনও অবশ্য তার দল খেলায় পিছিয়ে ছিল

এর মিনিট চারেকের মাথায় আর্জেন্টিনা পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত গোল। বিশ্বকাপে নিজেদের জায়গা আর্জেন্টিনা নিশ্চিত করেছে আরও আগেই। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য বাছাইপর্বের ম্যাচগুলো তাই এখন অনেকটাই নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার উপলক্ষ্য।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews