1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

ক্রেতা সেজে ৩০৩ কোটি টাকার হীরা চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩ বার পঠিত হয়েছে
হীরা

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি বিরল গোলাপি হীরা চুরি হওয়ার কয়েক ঘণ্টা পরই উদ্ধার করা হয়েছে। হীরাটির মূল্য ২ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩০৩ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকা। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ইউরোপ থেকে দুবাই এসেছিলেন এক হীরা ব্যবসায়ী। এর মধ্যে ধনী ক্রেতা সেজে একদল প্রতারক তাকে একটি ভিলায় ডেকে নেয়। সেখানে ভুয়া পরিদর্শনের সময় হীরাটি চুরি করা হয়।

পরে দুবাই মিডিয়া অফিস প্রকাশিত জরুরি ফোন কলে ব্যবসায়ীকে বলতে শোনা যায়, ‘আমি এক ক্রেতার সঙ্গে হীরা বিক্রির জন্য দেখা করতে এসেছিলাম। তারা দেখল আর এখন…এটি চুরি হয়ে গেছে।’

ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে বিশেষায়িত পুলিশ দল উন্নত নজরদারি সরঞ্জাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজনদের শনাক্ত করে। মাত্র আট ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ‘বিশেষায়িত ও মাঠ পর্যায়ের কর্মীদের প্রচেষ্টা এবং সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহারেই এ সাফল্য এসেছে।’

দুবাই দীর্ঘদিন ধরে বৈশ্বিক হীরা বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এ ছাড়া শহরটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যবসা কেন্দ্রগুলোর একটি হিসেবে তুলে ধরে আসছে কর্তৃপক্ষ। পুলিশ বলেছে, দ্রুত হীরা উদ্ধারের এই ঘটনা প্রমাণ করে যে, দুবাই তার বাজারে নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews