নিউজ ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ব্যক্তি বা দলের দাবিতে নির্বাচন বন্ধ হবে না। বুধবার (১৩ আগস্ট) জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা প্রদান করছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সকল প্রকার লজিস্টিক সহায়তা দেয়া হচ্ছে। নির্বাচন বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন অবশ্যই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। তবে এর সফল বাস্তবায়ন রাজনীতিবিদদের আচরণের উপর নির্ভর করবে।”
ড. সালেহউদ্দিন বলেন, সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ এখনও অংশ নিচ্ছেন না। “আমরা খতিয়ে দেখছি কেন মানুষ অংশ নিচ্ছে না এবং কোথায় অনীহা রয়েছে। স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। সরকারি কর্মচারী এবং শিক্ষকদেরকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পাশাপাশি জনগণের মধ্যে স্কিমের প্রচার ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তি পর্যায়ে পেনশন স্কিম গ্রহণ, লগইন, তথ্য যাচাই, নোটিফিকেশন গ্রহণ এবং অ্যাকাউন্টে নমিনি পরিবর্তনসহ অন্যান্য কার্যক্রম সম্পাদন করতে পারবেন।
সর্বজনীন পেনশন স্কিম দেশের একটি রাষ্ট্রীয় অবসরভাতা ব্যবস্থা, যা সকল নাগরিকের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে। এই স্কিমের আওতায় চারটি পৃথক প্রোগ্রাম রয়েছে: প্রবাস স্কিম যা প্রবাসী বাংলাদেশিদের জন্য, প্রগতি স্কিম- চাকরিজীবী ও কর্মীদের জন্য, সুরক্ষা স্কিম- দুর্যোগ ও জরুরি অবস্থার জন্য, সমতা স্কিম, সামাজিক সমতা ও সুবিধাবঞ্চিতদের জন্য।
ড. সালেহউদ্দিন বলেন, “স্কিমের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক নির্ভরযোগ্য অবসরভাতার সুবিধা পাবেন। এটি সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, সরকার নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে। “কোনো ব্যক্তি বা দলের প্রভাব বা হুমকিতে নির্বাচন বন্ধ হবে না। এছাড়া নির্বাচনে কালো টাকা ব্যবহার রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। দেশের নাগরিকরা আগামী নির্বাচনে নিজেদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন।”
ড. সালেহউদ্দিন আরও বলেন, “সর্বজনীন পেনশন স্কিমকে আরও কার্যকর ও সহজলভ্য করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা হচ্ছে। সরকারি খাত, বেসরকারি খাত ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে এই স্কিমকে সর্বোচ্চ কার্যকর ও টেকসই করা হবে। দেশের নাগরিকরা এর সুফল পাবেন এবং এটি সামাজিক নিরাপত্তার দৃঢ় ভিত্তি তৈরি করবে।”