1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

কে হবে এবারের চ্যাম্পিয়ন?

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬ বার পঠিত হয়েছে
কে হবে এবারের চ্যাম্পিয়ন?

স্পোর্টস ডেস্ক : আর মাত্র একদিন। এরপরই পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। আজ বাদে কাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) এবারের আসরের আয়োজক পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড।

 

দীর্ঘ সময় পর মাঠে গড়ানো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হবে, কে বেশি রান করবেন, সবচেয়ে বেশি উইকেট কে পাবেন—এ নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। এদিকে আসর শুরুর আগেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক যেনো একরকমের ফাঁসই করে দিলেন এবারের আসরের চ্যাম্পিয়ন দলের নাম। ভারতই হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দল। এমন ভবিষ্যদ্বাণী করেছেন ক্লার্ক।

 

তবু ক্লার্ক যে শুধু সেরা দলের নাম বেছেই থেমেছেন, এমনটি নয়। বিয়ন্ডক্রিকেট২৩ নামের একটি পডকাস্টে এসে তিনি খোলাসা করেছেন, ভারতের অধিনায়ক রোহিত শর্মা হবেন সর্বোচ্চ রানসংগ্রাহক। এসময় তিনি বলেন, আমি বলব ভারত চ্যাম্পিয়ন হবে। তাদের অধিনায়ক রোহিত শর্মাও ফর্মে ফিরেছে—আমি বলব সে হবে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাকে রান করতে দেখে ভালোই লাগছে। আমি নিশ্চিত ভারতের তাকে দরকার।

 

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আগের রেকর্ডটাও বেশ ভালো ছিলো রোহিতের। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে ৫৩.৪৪ গড়ে ৪৮১ রান করেছেন তিনি। লম্বা অফ ফর্ম কাটিয়ে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে তার ব্যাটে রানও এসেছে। তাকেই তাই সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছেন ক্লার্ক।

 

এসময় সবচেয়ে বেশি উইকেট যাবে কার ঝুলিতে এমন প্রশ্নের উত্তরে ক্লার্ক বলেন, আমি বলবো ইংল্যান্ডের জর্ফা আর্চার সবচেয়ে বেশি উইকেট পাবে। আমি জানি সে ইংল্যান্ডের; আমি মনে করি না যে তারা খুব ভালো করবে। কিন্তু আমি তাকে মহাতারকা মনে করি।

 

এসময় টুর্নামেন্ট–সেরা হিসেবে অজি ব্যাটসম্যান ট্রাভিস হেডের নাম এগিয়ে রাখেন ক্লার্ক। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার আইপিএল ফর্ম ছিলো অবিশ্বাস্য। এছাড়াও তিনি জানান, হেড আবারও ভালো কিছু করবে বলে ধারণা করছেন তিনি।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews