স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেন্টরের পদ থেকে সরে দাঁড়ালেন শোয়েব মালিক। সপ্তাহ দুয়েক আগেই বোর্ডকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। যদিও আরও দুবছর ছিল তার চুক্তির মেয়াদ।
গত আগস্টে মালিকসহ মোট পাঁচজনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। মাসিক ৫ লাখ রুপি বেতনে ওই পদে যোগ দেন সাবেক এই অলরাউন্ডার।
তবে সম্প্রতি ব্যক্তিগত ব্যস্ততায় দলকে সময় দিতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন, বোর্ডকে জানিয়েছেন মালিক।
তার ভাষায়, ‘এ সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবে অন্যান্য জায়গায় আমার যে ব্যস্ততা, সেসব ভাবনায় রেখে মনে হয়েছে, পাকিস্তানের ক্রিকেট এবং আমার অন্যান্য দায়িত্ব ও ব্যক্তিগত প্রাধান্যের কাজ- এতগুলো কাজ একসঙ্গে চালিয়ে গেলে কোথাও নিজের সেরাটা দিতে পারব না’।
বোর্ডের দায়িত্ব ছাড়ার এটিই উপযুক্ত সময় বলে মনে করেন মালিক। গত এক বছর পিসিবির সঙ্গে কাজ করে তৃপ্তি পেয়েছেন বলেও উল্লেখ করেছেন। বিশেষ করে, তরুণ ক্রিকেটারদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ উপভোগও করেছেন তিনি।
সাবেক এ অধিনায়ক বলেন, ‘সবার প্রতি ন্যায্য মনোভাব বজায় রাখতে এটিই পালাবদলের উপযুক্ত সময় মনে হয়েছে। পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করতে পারা ছিল আমার জন্য দারুণ তৃপ্তিদায়ক অভিজ্ঞতা, যা লালন করব সবসময়’।
এদিকে শোয়েব মালিকের পদত্যাগে পিসিবির মেন্টরের সংখ্যা এখন চার। তারা হলেন- ওয়াকার ইউনিস, সাকলাইন মুশতাক, মিসবাহ-উল-হক ও সরফরাজ আহমেদ। তিন বছরের চুক্তিতে কাজ করা এই মেন্টরদের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের আগস্টে।
উল্লেখ্য, পাক-ভারত উত্তেজনা প্রশমিত হওয়ায় স্থগিত হওয়া পিসিএল নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়েছেন দেশটির ক্রিকেটাররা। ঘরোয়া এই টুর্নামেন্ট শেষে আগামী ২৭ মে থেকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন মেন্টর ও ক্রিকেটাররা।