নিউজ ডেস্ক : দ্রুত কুমিল্লাকে বিভাগ করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেছেন, পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলেছিলেন, কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই, এখানে কুমিল্লা নামেই বিভাগ হবে। এ জন্য সরকারের উচ্চ মহলের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, যদি শেখ হাসিনার মত পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসতে হবে। বর্তমান বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। যা স্বাধীনতাকামী মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক। শেখ হাসিনার ওপরও ভারতের আশির্বাদ ছিল এবং তাতেও তিনি ক্ষমতায় থাকতে পারেন নাই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ৩৫ জন শহীদকে অর্থ সহায়তা দেয়া হয়।
এর আগে দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।