1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

কিশোরীকে ৬৪ জন মিলে ৫ বছর ধরে ধর্ষণ!

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
কিশোরীকে ৬৪ জন মিলে ৫ বছর ধরে ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক : এক ১৮ বছর বয়সি কিশোরীকে ৫ বছর ধরে ৬৪ জন পুরুষ যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তার ১৩ বছর বয়স থেকে সে যৌন নিগ্রহের শিকার হতে শুরু করে বলে জানাগেছে।

পুলিশ এখনও পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে । পুলিশ হেফাজতে থাকায় তাদের কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি।

পুলিশ বলছে, অভিযুক্তদের বয়স ১৭ বছর থেকে ৪৭ বছর পর্যন্ত এবং এদের মধ্যে যেমন রয়েছে ওই কিশোরীর প্রতিবেশীরা, তার খেলার প্রশিক্ষক এবং বাবার বন্ধুরাও। অভিযুক্তদের মধ্যে প্রথম নামটি ওই কিশোরীর প্রতিবেশী এবং তার ছোটবেলার বন্ধুর।

এক সরকারি কর্মসূচীর অধীনে কয়েকজন মনোবিদ, দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালার বাসিন্দা ওই কিশোরীর বাড়িতে গিয়েছিলেন। তখন তারা পুরো ঘটনা জানতে পারেন।

পতনমথিট্টা জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট নন্দকুমার এস গণমাধ্যমকে জানিয়েছেন এখনও পর্যন্ত ১৮টি মামলা দায়ের হয়েছে, এগুলোর মধ্যে রয়েছে দলিত শ্রেণীর মানুষের বিরুদ্ধে হওয়া অপরাধ-রোধী আইন এবং শিশু-কিশোরদের ওপরে যৌন নিগ্রহ রোধ আইন।

পুলিশী তদন্ত এখনও চলছে, তাই পরবর্তী সময়ে আরও নতুন মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানাচ্ছে। সম্পূর্ণ ঘটনার তদন্তে ২৫ সদস্যের একটি দল গঠন করেছে সেই রাজ্যের সরকার।

নারী অধিকার সংগঠন ‘সখী’র আইনজীবী সন্ধ্যা জনার্দন পিল্লাই গণমাধ্যমকে জানান, এ ঘটনা প্রমাণ করে দিল যে শিশু-কিশোরীদের যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য শুধু আইন করা যথেষ্ট নয়।

তার কথায়, শিশু-কিশোরীদের নিরাপদে রাখার গোটা ব্যবস্থাতেই যে গলদ আছে, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। এছাড়াও, যৌন নির্যাতনের শিকার কিশোরীটি গরীব এবং দলিত পরিবারের সদস্য। সামাজিক অবস্থানের দিক থেকে এই কিশোরীটি তাই সবথেকে ঝুঁকির মুখে রয়েছে। সূত্র, বিবিসি।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews