অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসে ওমরাহ করতে আসা মুসল্লিদের জন্য আরও সহজে কাবা চত্বরে তাওয়াফের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব। এক্ষেত্রে সাধারণ দর্শনার্থীদের জন্য স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। যেখানে বলা হয়েছে ওমরাহ করতে আসা মুসল্লিরা ছাড়া অন্যরা তাদের নামাজের জন্য তাওয়াফের নির্দিষ্ট অংশে আসতে পারবেন না।
মুসলিমরা নামাজ আদায়ের জন্য কিবলা হিসেবে কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে ইবাদত করে থাকে। তবে তাওয়াফের জন্য নির্দিষ্ট একটি সহজ বলয় রয়েছে যা কাবা ঘরের খুব কাছেই। অপরদিকে রমজানে বছরের অন্যান্য মাসের তুলনায় ওমরাহ পালনের জন্য মুসল্লিদের বেশি আসতে দেখা যায়।
সাধারণ মুসলিমরা নামাজ আদায়ের পর সেখানে বসে থেকেই নফল ইবাদত করে থাকে। এতে ওমরাহ করতে আসা মুসল্লিরা তাওয়াফ চত্বরে ঢুকতে কিছুটা বিড়ম্বনার শিকার হন। এজন্য কাবা ঘরের রক্ষণাবেক্ষণে নিয়োজিত থাকা কর্মীরা শুধু ওমরাহ পালনকারীদের চত্বরে প্রবেশের সুযোগ দেবেন।
উল্লেখ্য, ওমরাহ পালন করতে হলে মুসল্লিদের নুসুক অ্যাপসের মাধ্যমে অনুমতি নিতে হয়।