1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

কানাডা ছাড়ছে মানুষ, কিন্তু কেন?

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : উন্নত জীবনযাত্রা ও নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে প্রতি বছর লাখো মানুষ পাড়ি জমায় উত্তর আমেরিকার দেশ কানাডায়। কিন্তু, সম্প্রতি কানাডা ছেড়ে চলে যাওয়ার ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেখানকার নাগরিকদের মধ্যে। ২০২৫ সালের প্রথম তিন মাসেই কানাডা ছেড়ে চলে গেছেন রেকর্ডসংখ্যক মানুষ। কিন্তু কেন কানাডা ছাড়ছে যাচ্ছে মানুষ? এমন প্রশ্নে উদ্বেগ বাড়ছে বিশ্ববাসীর মধ্যে।

স্ট্যাটিসটিকস কানাডা প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ২৭ হাজার ৮৬ জন কানাডিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা দেশ ছেড়েছেন। এই সংখ্যা ২০১৭ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি।

বিশ্লেষকেরা বলছেন, এটি চলতি বছরের একটি প্রাথমিক চিত্রমাত্র, কারণ সাধারণত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশত্যাগের হার সবচেয়ে বেশি হয়ে থাকে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি
বিশেষজ্ঞরা বলছেন, কানাডার প্রধান শহরগুলোতে (যেমন টরন্টো, ভ্যাঙ্কুভার) বাসা ভাড়া ও সম্পত্তির দাম গত কয়েক বছরে দ্বিগুণ হয়ে গেছে। একজন অভিবাসী শিক্ষার্থী বা নবাগত পেশাজীবীর জন্য মাসিক খরচ জোগানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। একক মজুরিতে সংসার চালানো এখন প্রায় অলীক কল্পনা।

চাকরির বাজারে হতাশা
বিদেশি ডিগ্রিধারীদের অনেকেই অভিযোগ করছেন, তাদের পূর্ব অভিজ্ঞতা ও ডিগ্রি কানাডার চাকরি বাজারে ঠিকমতো মূল্যায়িত হচ্ছে না। ফলস্বরূপ তারা নিচু মানের বা খণ্ডকালীন কাজ করতে বাধ্য হচ্ছেন। সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার এবং কোটা পলিসিও অভিবাসীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মানসিক স্বাস্থ্য ও সমাজ বিচ্ছিন্নতা
কানাডার দীর্ঘ শীত, পরিবারবিহীন জীবন এবং সংস্কৃতি-বিচ্ছিন্নতা বহু মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। মানসিক একাকীত্ব, বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মনোবিজ্ঞানীরাও।

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
অনেকেই মনে করছেন, কানাডায় অভিবাসনের যে স্বপ্ন তারা দেখেছিলেন বাস্তবতা তার থেকে অনেক দূরে। দীর্ঘ সময় ধরে পিআর বা সিটিজেনশিপের জন্য অপেক্ষা, সন্তানদের শিক্ষা ও পরিচয় সংকট, পরিবারকে সঙ্গে আনতে জটিল ভিসা প্রক্রিয়া—সব মিলিয়ে অনেকেই নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন: কানাডা কি আদৌ তাদের জন্য উপযুক্ত?

অনেকে ফিরে যাচ্ছেন নিজ দেশে বা অন্য গন্তব্যে
বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের অনেক নাগরিক ইতোমধ্যে কানাডা থেকে ইউরোপ, অস্ট্রেলিয়া বা আমেরিকায় স্থানান্তরিত হয়েছেন। কেউ কেউ স্থায়ীভাবে দেশে ফিরে গিয়ে উদ্যোক্তা বা অনলাইন কাজে যুক্ত হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, দেশত্যাগের এই হার একটি ভবিষ্যৎ সংকটের ইঙ্গিত। মে মাসে অস্থায়ী বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পরিকল্পনার ঘোষণা দেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কারনি, যা এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করতে পারে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews