নিউজ ডেস্ক : এনবিআরের কমপ্লিট শাটডাউনে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে রোববার সকাল থেকেও আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।
সরেজমিন দেখা গেছে, আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তারা কর্মবিরতিতে থাকায় ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে তালা ঝুলছে। কোনো ধরনের ব্যবসায়িক কাগজপত্রে স্বাক্ষর করেনি। অবশ্য আগাম স্বাক্ষর করিয়ে রাখা কাগজপত্রের মাধ্যমে শনিবার ২৩ গাড়িতে করে ৯২ টন মাছ ও ৩টি গাড়িতে ৬৬ টন আটা ভারতে গেছে। তবে রোববার সকাল থেকে কোনো ধরনের পণ্য এ পথে আমদানি বা রপ্তানি হয়নি। এমনকি কোনো পণ্যবাহী ট্রাক আখাউড়া স্থলবন্দরেও আসেনি।
এদিকে কমপ্লিট শাটডাউনে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাদরুল হাসান চৌধুরী জানান, কমপ্লিট শাটডাউনের কারণে শনিবার সকাল থেকে বন্দরের ব্যবসায়ীরা বিল অব এন্ট্রি সাবমিট না করাই দ্বিতীয় দিনের মতো রোববারও কোনো পণ্য ভারতে যায়নি বলে তিনি জানিয়েছেন।