পর্যটন নগরী কক্সবাজারে সাগরে ও স্থানীয় পুকুরে গোসল করতে নেমে দুই কিশোরের সলিল সমাধি হয়েছে।
২৬অক্টোবর(শনিবার) বন্ধুদের সাথে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে মাহমুদ (১৫) নামের এক কিশোর সাগরের চোরাবালিতে আটকে সাগরে ভেসে যায়। বিষয়টি বিচে অবস্থানরত লাইফগার্ড কর্মীদের নজরে আসলে তারা সাগরে ঝাঁপ দিয়ে ভেসে যাওয়ার সময় মাহমুদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাগরে ডুবে মারা যাওয়া মাহমুদ পিএমখালীর উত্তর ডিকপাড়ার দিদারের পুত্র বলে জানা গেছে।
এদিকে মাহমুদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
অপরদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় পুকুরে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বর্ণিত এলাকার ফিরোজ আহমদ বাবু’র বড় ছেলে ও বৈরাগিরখীল এর বাসিন্দা মুক্তিযোদ্ধা মরহুম বদিউল আলমের নাতী
মোঃ শোহাইব (১১) দুপুর ২টা নাগাদ স্থানীয় পুকুরের পানি গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। শোয়াইব
ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।